ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজধানীতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:১৯ পিএম  (ভিজিট : ৩৪০)
রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ইপসিতা নাগ (২৮) নাম এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোরের দিকে আদাবর ৫ নম্বর রোডের সি ব্লকের বাসায় ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সারে১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গৃহবধূর স্বামী বিপ্লব সরকার জানান, তারা আদাবর চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকেন। তিনি নিজে বাড়ায় প্রাইভেটকার চালায়। তার স্ত্রী ইপসিতা নাগ গৃহীনি। রাতে পাশাপাশি দুই রুমে ছিলাম। ভোরে তার স্ত্রী মোবাইলে মেসেজের মাধ্যমে জানায় সে অনেক গুলো ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে কি কারণে তার স্ত্রী ইপসিতা নাগ ঘুমের ওষুধ খেয়েছে তা জানাতে পারে নাই।

মৃত ইপসিতা নাগ টাঙ্গাইল জেলার বাসাইল থানার সৈদামপুর গ্রামের পিযুষ নাগের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারে নাই স্বজনরা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close