ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৮:৩৮ পিএম  (ভিজিট : ৩৪৬)
জামালপুরের সরিষাবাড়ীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সাপের কামড়ের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। নিহত বাবুল মিয়া সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে। বাবুল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

নিহতের পারিবারিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, দুপুরে বাবুল মিয়া বাড়ির কাছে যমুনা নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ডান পায়ে কামড় দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দেয়। অবস্থা বেগতিক দেখে বিকেলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মেহেদী হাসান জানান, কি সাপে কামড়ে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। সাপে কামড়ের পর কবিরাজ ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয় স্বজনদরা । সাপে কাটলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা সেবা নেওয়ার কথা জানান তিনি।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close