প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৫:১৫ পিএম (ভিজিট : ৪৩৪)
কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের দংশনে আরজিনা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) ভোরে টয়লেটে যাওয়ার সময় সাপটি তাকে কাপড় দেয়।
নিহত আরজিনা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামের সিদ্দিক মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) ভোরে আরজিনা খাতুন টয়লেটে যাওয়ার সময় সাপটি তাকে কামড় দেয়। প্রায় ৩০ মিনিটের অধিক সময় পর শরীরে যন্ত্রণা শুরু হয় এবং অবস্থা বেগতিক হলে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সাপুড়ে এসে বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে ছিলাম। পরে নিহতের পরিবার ও স্থানীরা জানায়, বিষাক্ত সাপের কামড়ে উক্ত গৃহবধূর মৃত্যু হয়েছে।
সময়ের আলো/আরআই