প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০:৪২ এএম (ভিজিট : ১৪০৪)
ব্যস্ত জীবনে তথ্য পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের বিকল্প নেই। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ ও সরকারি দফতর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তার লক্ষ্যে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় প্রতিষ্ঠিত হয় জাতীয় তথ্য বাতায়ন। এতে জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। যেখান থেকে নানা তথ্য সুবিধা ভোগ করেন মানুষ।
জাতীয় তথ্য বাতায়নের অধীনে সচল আছে সাতকানিয়া উপজেলা তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল। একটি পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার দফতরগুলোতে রয়েছে নানা ক্যাটাগরি। তবে সাতকানিয়ায় অনিয়মিত হালনাগাদ, ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভিন্ন দফতরের তথ্য বাতায়নের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় নির্দেশনা ও ইন্টারনেট সংযোগ থাকলেও অসম্পূর্ণ তথ্য বাতায়নে তথ্য বিভ্রাটে পড়তে হচ্ছে সুবিধাভোগীদের।
এছাড়া দফতরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য নেই অধিকাংশ ক্যাটাগরিতে। তাই এখনো প্রয়োজনের স্বার্থে সেবাপ্রার্থীদের ছুটতে হচ্ছে দফতরে দফতরে। এতে নষ্ট হচ্ছে সময় ও অর্থ। উপকারভোগীরা বলছেন, নিয়মিত হালনাগাদ না করার কারণে তথ্য বিভ্রাটে পড়ছেন তারা। এর কারণ হিসেবে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দুষছেন তারা। আর তথ্য বাতায়নে দ্রুত সঠিক তথ্য হালনাগাদের আশ্বাস দিয়েছেন ইউএনও।
সাতকানিয়া উপজেলা তথ্য বাতায়নের পোর্টাল ভিজিট করে দেখা গেছে, গত বছরের নভেম্বরে সাতকানিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন প্রিটন সরকার। কিন্তু সাতকানিয়া উপজেলা তথ্য বাতায়নে শোভা পাচ্ছে পূর্ববর্তী দুই ওসির আগের ওসি আব্দুল জলিলের নাম। আর ছবি রয়েছে তারও আগের ওসি আনোয়ার হোসেনের। অথচ তারা বদলি হয়েছেন অনেক আগেই। উপজেলা নির্বাচন কর্মকর্তার ক্ষেত্রেও রয়েছে একই তথ্য ও চিত্র। যার নাম রয়েছে তিনি সাতকানিয়া থেকে অনেক আগেই বদলি হয়ে গেছেন। এছাড়া বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যিনি আছেন তার কোনো তথ্য সেখানে নেই। তাছাড়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বদলি হয়ে গেলেও তার নাম এখনো তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে বিভিন্ন ইউনিয়নের তথ্য বাতায়নের পোর্টাল ভিজিট করে দেখা গেছে, বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্য যারা আছেন তাদের কোনো তথ্য সেখানে নেই। রয়েছে যারা এর আগে ছিলেন তাদের নাম ও ছবি। সাতকানিয়া উপজেলা তথ্য বাতায়নের এসব ত্রুটিপূর্ণ তথ্য নিয়ে ‘তথ্য বিভ্রাটে’ পড়ছেন উপকারভোগী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসব কারণে ডিজিটাল বাংলাদেশের সুফল সঠিকভাবে মিলছে না বলে মনে করেন তারা।
সাতকানিয়ার বাসিন্দা জুনাইদ মাহামুদ বলেন, ‘আমরা সরকারি বিভিন্ন তথ্য আপডেট জানতে উপজেলা তথ্য বাতায়ন দেখি। কিন্তু সেখান থেকে সঠিক তথ্য আমরা পাচ্ছি না। অনেক দিনের পুরোনো তথ্য সেখানে দেখা যাচ্ছে।’
বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী সাতকানিয়ার বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, ‘সাতকানিয়া উপজেলা তথ্য বাতায়ন আমরা দেখি সঠিক ও দ্রুত তথ্য পাওয়ার জন্য। কিন্তু একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চাকরি করছেন অথচ তার নাম তথ্য নেই। যিনি অনেক আগে বদলি হয়েছেন বা অবসরে গেছেন তার তথ্য দেয়া রয়েছে। সেখানে ভুল তথ্য থাকা আমাদের জন্য হতাশার। আমরা এটা থেকে সুরাহা চাই। আশা করি সেখান থেকে আমরা সঠিক বার্তাটি পাব।’ সংবাদকর্মী মো. ইকবাল হোসেন বলেন, তথ্য হালনাগাদ না থাকায় সংবাদকর্মীরা যেমন তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি সাধারণ মানুষও আশানুরূপ সেবা পাচ্ছেন না।
সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন, ‘সরকারি ওয়েবসাইটে তথ্য হালনাগাদ থাকা খুবই জরুরি। তথ্যগুলো হালনাগাদ না করার কারণে বিভিন্ন সময়ে যে তথ্য প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করতে গিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি।’
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সময়ের আলোকে বলেন, ‘তথ্য বাতায়ন সব সময় আপডেট রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে শীঘ্রই সবগুলো দফতরকে চিঠি দেয়া হবে। যাতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হয়।’
সময়ের আলো/এএ/