ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৫:৪৯ পিএম  (ভিজিট : ২৫২)
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান রোববার (২৩ জুন) সকালে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামের  মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মল্লিক কান্দি গ্রামের কৃষক আজিজুল মল্লিকের বসতঘরের বৈদ্যুতিক লাইনের একটি তার সামান্য ছেঁড়া অবস্থায় ছিল। শনিবার দুপুরে সেই ছেঁড়া জায়গায় কসটেপ লাগাচ্ছিলেন তার স্ত্রী নিলুফা বেগম। এ সময় অসতর্কতা বশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

স্বামী আজিজুল মল্লিক বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা ঘরের মেইন সুইচ বন্ধ করে দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই বোরহান মল্লিক বলেন, ভাবি তারের ছেঁড়া জায়গায় স্কসটেপ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে জানান।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামীও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close