ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাসেলস ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হলো অজগর
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১:৫৪ এএম  (ভিজিট : ৪৭১)
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার (২২ জুন) সন্ধ্যায় দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

জানা যায়, এলাকাবাসী ভুলবশত সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মারে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল, যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক নয়।

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবে ঘটেছে। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। এই ঘটনার ব্যাপারে এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। সেইসাথে প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার পাশাপাশি জাতীয় হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রাসেলস ভাইপার সাপ   অজগর সাপ   সুন্দরগঞ্জ-গাইবান্ধা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close