ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়া দগ্ধ যুবকের মৃত্যু
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ১১:২০ পিএম  (ভিজিট : ৩১৪)
কটিয়াদীতে পেট্রোল বিক্রেতার দোকানে আগুন। ছবি: সংগৃহীত

কটিয়াদীতে পেট্রোল বিক্রেতার দোকানে আগুন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল কোম্পানির ডিলার মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের দোকানে আগুন লাগার ঘটনায় দগ্ধ সজীব মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

নিহত সজীব মিয়া জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবু বক্করের ছেলে। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত সজীব মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিল। দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ও ভবঘুরে ছিল। গতকাল (শুক্রবার) বিকেল সাড়ে চারটার দিকে কটিয়াদী পুরান বাজারে পদ্মা অয়েল কোম্পানির ডিলার মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। দোকানের কর্মচারীরা একটি মোটরসাইকেলে পেট্রোল ঢালার সময় কিছু বুঝে ওঠার আগেই মাদকাসক্ত সজীব হাত থেকে গ্যালন ছিনিয়ে নিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় দোকানে রাখা দাহ্য পদার্থে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন দোকান ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হলে আজ (শনিবার) বিকেলে তার মৃত্যু হয়।

প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও কটিয়াদী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয় লাল রায়ের দাবি, এ ঘটনায় দোকানঘরসহ মালামাল পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু   কটিয়াদী-কিশোরগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close