ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আবারও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৭:৫৪ পিএম  (ভিজিট : ২১০)
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে কক্সবাজারে টেকনাফের হ্নীলা হোয়াইক্যং সীমান্তে। এতে আতঙ্ক বিরাজ করছে সীমান্তের লোকজনের মাঝে। 

শনিবার (২২ জুন) ভোর রাতে পর থেকে সকাল ৮টা পর্যন্ত মিয়ানমারে ভারী মর্টারশেলের শব্দ টেকনাফের দুই ইউনিয়ন হ্নীলা ও হোয়াইক্যং  ঝিমন খালী ও কারান খালী, মৌলভীবাজার ওয়াব্রাং ফুলের ডেল নাফনদী সীমান্তের পূর্বে বসবাসকারীরা শুনতে পাই। 

টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক কামাল হোসাইন জানান, ফজরের নামাজের আগে থেকে আবারও থেমে থেমে মিয়ানমারে ভারী মর্টারশেলের শব্দ শুনা যাচ্ছে কারণ আমার বাড়ি সীমান্তে বেড়িবাঁধের পাশে তাই শব্দ শুনতে পাই। এমন ভাবে শব্দ হয় মনে হয় নাফনদীতে এসে পড়ছে। সকালেও মর্টারশেলের বিকট শব্দ শুনা গেছে। 

হোয়াইক্যং কারান খালী এলাকার বাসিন্দা বাদশা জানান, রাতে আমার বাড়ির পূবে মিয়ানমার সীমান্তে থেমে থেকে কয়েকটি মর্টারশেলের শব্দ শুনা গেছে। কয়েকদিন শব্দ শুনা না গেলেও আজ (শনিবার) ভোর রাতে থেকে আবারও শব্দ শুনা যায়। বিকট শব্দ শুনছি।

হ্নীলা ইউনিয়নের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, কিছু দিন ধরে আমাদের এই দিকের সীমান্তে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ শুনা যায়নি। সীমান্ত এলাকার পরিবেশ শান্ত ছিল। হঠাৎ আজ (শনিবার) ভোর রাতে বিকট শব্দ শুনতে পাই। সকাল ৮টা পর্যন্ত থেকে থেমে থেমে বিকট মর্টারশেলের শব্দ শুনা যায়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মর্টারশেলের বিকট শব্দ   টেকনাফ সীমান্ত   কক্সবাজার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close