ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঈদের ছুটি শেষে সচল বাংলাবান্ধা স্থলবন্দর
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ২:১৩ পিএম  (ভিজিট : ৩৪৬)
পবিত্র ঈদুল আযহা'র ছুটি শেষে সচল হয়েছে পঞ্চগড়ের চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম।

শনিবার (২২ জুন) সকাল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা (মিলন)।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত  আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

তবে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত ওসি অমৃত জানান, ঈদুল আযহা'র ছুটি শেষে আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close