ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পীরগঞ্জে বজ্রপাতে এক আদিবাসীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১:৫৫ পিএম  (ভিজিট : ২৯৪)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে বজ্রপাতে এক আদিবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে বড়বাড়ি চুনিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত সানজেলা মার্ডি (৩৮) বড়বাড়ি গ্রামের মৃত: বুধরাই মার্ডির ছেলে।

প্রত্যক্ষদর্শী ভিনসেন মার্ডি জানান,আমরা রাতে বাড়ির পাশে নিহত সানজেলা মার্ডি আম বাগান পাহারা দিচ্ছিলাম। রাত তিনটার দিকে বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে আমরা বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ি। পড়ে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানজির মার্ডি মৃত ঘোষণা করেন।

জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ভোররাতে বজ্রপাতের আঘাতে সানজেলা মার্ডি নামের এক আদিবাসী মৃত্যু হয়েছে। সে বাড়ির আম বাগান পাহারা দিচ্ছিল।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক আদিবাসী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close