মোংলায় টর্নেডোতে উড়ে গেছে ঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো উপজেলা
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৭:২৫ পিএম (ভিজিট : ৫৯৪)
আকস্মিক টর্নেডোতে মোংলায় উড়ে গেছে বসত ঘর। পড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, ভেঙ্গে তছনছ হয়েছে গাছপালা ও ঘেরাবেড়াও।
বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে আকস্মিক টর্নেডোতে পৌর শহরতলীর মাকড়ঢোন এলাকার হাজীপাড়ার রাজ্জাক খাঁনের বসত ঘরটি উড়ে যায়। এ সময় পুরো ঘরটি উড়ে পার্শ্ববর্তী মুজিবরের বাড়িতে গিয়ে উপুড় হয়ে পড়ে। এতে ঘরের সকল মালামাল তছনছসহ বৃষ্টিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিবারটি এখন খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে। টর্নেডো কালে ঘরটিতে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়াও বিভিন্ন এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে ও তার ছিঁড়ে দুপুর ১২টা থেকে এখনও পর্যন্ত পুরো মোংলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ঝড় কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সাগর ও সুন্দরবন উপকূলীয় মোংলায়। ফলে এক ধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে মোংলার উপকূল জুড়ে।
ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানাকে ফোন করা হলে তারা রিসিভ করেনি।
সময়ের আলো/আরআই