ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৫:৫৪ পিএম  (ভিজিট : ৬১৮)
নেত্রকোনায় টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ-নদীর পানি বেড়েই চলেছে। এরমধ্যে সীমান্তবর্তী কলমাকান্দার উব্ধাখালি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টা পর্যন্ত উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানি লোকালয়ে না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকালে বন্যার আশঙ্কা রয়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, উব্ধাখালি নদী ছাড়াও জেলার অন্যন্য প্রধান নদী কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এদিকে জেলার হাওর এলাকার দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ও পাহাড়ি নদী সোমেশ্বরীর পানি বেড়ে দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪২ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ৪ দশমিক ১১ মিটার নিচ দিয়ে বইছে।

নেত্রকোনা আবহাওয়া অধিদফতর অফিসের কর্মকর্তা মো. মামুন জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষাকাল থাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। 

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেছেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। বন্যা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close