প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১১:২৮ পিএম (ভিজিট : ৪৩৮)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাব্বি হত্যা মামলার এজাহার ভুক্ত দুইজন আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃরা হলো, এজহারের ৫নং আসামি শুভ (২২), পিতা- নাসির ও ১১নং আসামি মিন্টু (৪০)।
উল্লেখ্য যে মাদকের টাকা ভাগ ভাগবাঁটোয়ারা নিয়ে গত ৯ জুন রোববার রাত ৮টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ গ্রামে ফজলে রাব্বী (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে হত্যা মামলার অভিযোগ করেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্য আসামিদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে গোয়েন্দা পুলিশের কার্যালেই। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।
সময়ের আলো/জিকে