ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঈদে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৪:৫৫ পিএম আপডেট: ১৪.০৬.২০২৪ ৫:০১ পিএম  (ভিজিট : ৪২৫)
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ৮ দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধরী যাত্রীরা যথারীতি আসা-যাওয়া করতে পারবেন। 

আগামী ২২ জুন (শনিবার) থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহজ সভাপতি এজাজ আহম্মেদ স্বপন জানান, দেশের পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২২ জুন (শনিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

ভোমরায় ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসাইন জানান, ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। দুদেশের সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আলোচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেয়। আগামী ২২ জুন থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   ভোমরা স্থলবন্দর   আমদানি-রপ্তানি বন্ধ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close