ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বানারীপাড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৪:৩৩ পিএম  (ভিজিট : ৩৫৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা রুজু করা হয়। 

আসামিরা হলেন- ওই গৃহবধূর দূর সম্পর্কের দেবর রিয়াজুল ইসলাম ফয়সাল (৩২), আঃ আজিজ (৪৪), খালাতো চাচা শ্বশুর হাসান খান মেহেদি (৩৭), আপন চাচা শ্বশুর মোয়াজ্জেম হোসেন বাবুল (৬২) ও আলাউদ্দিন গোলন্দাজ (৫৪) এবং সহিদুল আলম (৬০)।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ জুন) বেলা ৩ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী মেহেরুননেসা ডায়না (২২) তার বাসার শয়ন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় দূর সম্পর্কের দেবর রিয়াজুল ইসলাম ফয়সাল তার কক্ষে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে ফয়সাল তাকে কিল-ঘুষি মেরে আহত করে। এক পর্যায়ে ওই গৃহবধূর ডাক চিৎকার শুনে অপর আসামিরা এসে ফয়সালের পক্ষ নিয়ে তারাও তাকে মারধর করেন। এবং আসামি আজিজ তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। ওই গৃহবধূর ডাক চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। 

পরে ওই গৃহবধূকে বানারীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত সোমবার (১০ জুন) বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গতকাল (বৃহস্পতিবার) রাতে থানায় মামলাটি রুজু করা হয়। এদিকে আসামিরা এ অভিযোগ অস্বীকার করেছেন। 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ধর্ষণ চেষ্টা, সহায়তা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলাটি থানায় রুজু করা হয়েছে। এখন তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গৃহবধূকে ধর্ষণ চেষ্টা   আদালতে মামলা   বানারীপাড়া-বরিশাল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close