ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কারাগারেই জেল সুপারের গরু ‘কালা পাহাড়’, দাম ২০ লাখ
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১:৫৭ পিএম  (ভিজিট : ৭১৬)
 মুন্সীগঞ্জের জেলখানায় প্রাচীরের ভেতর বেড়ে উঠা বিশাল আকৃতির গরুটির নাম রাখা হয়েছে কালা পাহাড়। ছবি: সময়ের আলো

মুন্সীগঞ্জের জেলখানায় প্রাচীরের ভেতর বেড়ে উঠা বিশাল আকৃতির গরুটির নাম রাখা হয়েছে কালা পাহাড়। ছবি: সময়ের আলো

দেশের বিভিন্ন প্রান্তে দেখতে বিশাল আকৃতির গরুগুলোকে শখের বসে সুলতান, নবাব, কালা মানিক, কালা তুফান, প্রিন্স ইত্যাদি নামে ডেকে থাকেন খামার মালিকরা। ঠিক তেমনি মুন্সীগঞ্জের জেলখানায় প্রাচীরের ভেতর বেড়ে উঠা বিশাল আকৃতির ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে কালা পাহাড়।

এবারের কুরবানির ঈদে ষাঁড় গরুটির দাম হাঁকানো হয়েছে ২০ লাখ টাকা। কালা পাহাড়ের সাথে সাথে সেখানে বেড়ে উঠছে আরও দুইটি ষাঁড় গরু। দেখতে বড়সড় মনে হলেও তাদের এখনো দাঁত উঠেনি।

শখের বসে গরু তিনটি পালন করছেন মুন্সীগঞ্জ জেল সুপার মো. বজলুর রশীদ। জেল খানায় গরু পালনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, জেল কোডের ১১৪২ ধারা মোতাবেক কারা কর্তৃপক্ষ গরু পালন করতে পারেন।

তবে কারা রক্ষীদের দিয়ে গরু পালনের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, নিজের বেতন থেকে ১৪ হাজার টাকা দিয়ে কাজের লোক নিয়ে গরুটি পালন-পালন করছেন।

এছাড়াও এ জেল সুপার শখের বসে দেশ নিয়ে লিখেছেন গান, কবিতা। তবে ক্যামেরার সামনে এসব বিষয়ে বক্তব্য চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে গরুগুলো লালন-পালনকারী মো. রমজান বলেন, খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো এবং খামার পরিষ্কার-পরিচ্ছন্ন সব কাজ আমি করে থাকি। নিজে একবার গোসল করলেও কালা পাহাড়কে দিনে ৩ বার গোসল করাই।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কারাগারে জেল সুপারের গরু খামার   মুন্সীগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close