ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিলেটে ফের বন্যার আশঙ্কা
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২:৫৫ এএম  (ভিজিট : ৪২৬)
গত কয়েক দিন ধরে থেমে থেমে অতিবৃষ্টিতে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির পাশাপাশি সিলেটে অতিবৃষ্টির কারণে বাড়ছে সব নদনদীর পানি। সম্ভাব্য বন্যার ব্যাপারে আগাম প্রস্তুতি রাখার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

সিলেটে ৬ ঘণ্টার ভারীবর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকটি প্রধান সড়ক তলিয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। অতিবৃষ্টির কারণে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা ছিল। এদিকে উজানে ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারাসহ সব নদীর পানি বাড়ছে। তবে বিপদসীমা অতিক্রম করেনি কোনো নদীর পানি। 

ভারীবর্ষণে সিলেট নগরীর সুরমা নদী-তীরবর্তী অন্তত ১০টি ওয়ার্ডসহ বাগবাড়ি, শামীমাবাদ, উপশহর, তেররতন, তালতলার প্রধান সড়কগুলো প্লাবিত হয়ে পড়ে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যানচলাচল বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়ার ওয়েবসাইট আইএমডিতে দেখা যায়, ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৩৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানের বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারাসহ সব নদীর পানি ২০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের বৃষ্টির পরও আকাশে মেঘ আছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০৫ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৮১ পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, গত বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চেরাপুঞ্জি এবং সিলেট মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫৩৫ মিলিমিটার। আরও বেশি হতে পারে এবং আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ২৯ মে পানি আসার আগে ২ দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮০০ মিলিমিটারের বেশি। এ অবস্থায় উপজেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি। 

ভারতের চেরাপুঞ্জি ও সিলেটে অতিবৃষ্টিতে গত ২৯ জুন থেকে প্লাবিত হয় জেলার ৭ উপজেলা। ২ জুন থেকে প্লাবিত হয় সিলেট নগরীর ২৮টি ওয়ার্ড। এতে ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। ১৫টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজার লোক আশ্রয় নেয়। আর বন্যাকবলিত হয়ে পানিবন্দি হয়ে পড়ে ৫ লক্ষাধিক মানুষ।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close