ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নির্ধারিত দিনের আগেই কুরবানির পশুর হাট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৪ ৮:০৮ পিএম  (ভিজিট : ৩২৩)
কুরবানির ঈদ হবে ১৭ জুন। ঈদের আগের তিন দিন ও ঈদের দিন রাজধানীতে অস্থায়ী কুরবানির পশুর হাট বসার কথা। সে অনুযায়ী হাট বসবে ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত। কিন্তু রাজধানীর অস্থায়ী পশুর হাটে এখনই গরু উঠতে শুরু করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার থেকে কেনাবেচা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এবার ঈদে ঢাকায় ২০টি কুরবানির পশুর হাট বসিয়েছে দুই সিটি করপোরেশন। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১১টি হাট বসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। উত্তর সিটি করপোরেশন এলাকায় এ সংখ্যা ৯টি। এগুলোর অধিকাংশের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

বুধবার বুড়িগঙ্গা নদী হয়ে ট্রলারে করে কুরবানির গরু নিয়ে আসতে দেখা যায়। পোস্তগোলা ব্রিজ থেকে সড়কপথে একের পর এক গরুবাহী ট্রলার আসতে দেখা গেছে। ঢাকার আশপাশের জেলা থেকে আনা এসব গরু বিভিন্ন হাটে উঠছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ধোলাইখাল হাটে দেখা যায়, বেশ কিছু গরু উঠেছে। তবে বেচাবিক্রি পুরোদমে শুরু হয়নি। মানুষ মাঝেমধ্যে এসে দেখছেন। কেউ কেউ দাম জানতে চান। এই হাটে কুষ্টিয়া থেকে ২০টি গরু নিয়ে গত মঙ্গলবার এসেছেন বাবুল বেপারি।

তিনি বলেন, গরুর দামের বিষয়ে বলা মুশকিল। এখনও দরদাম শুরু হয়নি। এখন শুধু দেখার জন্য মানুষ আসছে, কেনার মানুষ এখনও আসা শুরু হয়নি। শুক্র এবং শনিবার থেকে গরুর দাম বোঝা যাবে। শর্ত ভঙ্গ করে নির্ধারিত দিনের আগেই রাজধানীতে অস্থায়ী কুরবানির পশুর হাট বসানো হয়েছে। পাঁচ দিন কুরবানির পশুর হাটের জন্য নির্ধারিত থাকলেও এই নির্দেশনা মানছেন না ইজারাদাররা।

ঢাকা দক্ষিণের শ্মশানঘাট হাটে দেখা গেছে, বেশ কিছু গরু উঠেছে। কয়েকজন ব্যবসায়ী জানান, মূলত এখন তারা ভালো জায়গায় অবস্থান নিয়েছেন। মানুষ আসছেন, কুরবানির গরু দেখছেন। তবে বেচাবিক্রি এখনও শুরু হয়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলো হলোÑখিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট পাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারের পাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের পাশের খালি জায়গা, দনিয়া কলেজের আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের খালি জায়গা এবং ডেমরার সারুলিয়ায় সিটি করপোরেশনের স্থায়ী হাট।

আর ঢাকা উত্তর সিটির মধ্যে সবচেয়ে বড়টি হলো গাবতলী হাট। পাশাপাশি আগের মতো অস্থায়ী হাটগুলো হলো-উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, মস্তুল চেকপোস্ট এলাকা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা ও দক্ষিণখানের জামুন এলাকার খালি জায়গা।

অন্যদিকে কুরবানির পশুর বর্জ্য ও অস্থায়ী পশুর হাটের বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নিতে সিটি করপোরেশনের কর্মকর্তা এবং হাটের ইজারাদারদের সঙ্গে মঙ্গলবার সভা করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, কুরবানির পশুর হাটগুলো প্রস্তুত। এবার হাটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তৎপর দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির হাটগুলো কুরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হবে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close