ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চরভদ্রাসনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১০:৫৭ পিএম  (ভিজিট : ৪৮২)
ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে আফসার খান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তবে কি সাপে তাকে দংশন করেছিল তা জানা যায়নি। 

আফসার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রয়েছে।

আফসারের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল বেলা তিনি ঘাস কাটার উদ্দেশ্যে চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালেপুর এলাকায় যান। দুপুর ১২টার দিকে তাকে সাপে দংশন করে। ঘটনা জানতে পেরে তার স্বজনেরা দ্রুত তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং তার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

কৃষকের মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া বলেন, আফসারকে তারা আসঙ্কাজনক অবস্থায় পেয়েছেন এবং এন্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু ঘটে। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় বলে ধারণা করছেন তারা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close