ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে কসাইয়ের জেল জরিমানা
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৮:৫৭ এএম  (ভিজিট : ২৯৬)
বাসি ও পচা মাংস বিক্রির অপরাধে মিন্টু (২৫) নামের এক কসাইকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে ভবানীপুর ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডিত মিন্টু মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত হুরমুজ আলীর ছেলে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাদির হোসেন শামিম জানান, দণ্ডিত মিন্টু একজন কসাই। সে সোমবার একটি পশু জবাই করে। কিছু মাংস অবিক্রি থাকে। আজ সেই বাসি ও পচা মাংস সাহেবনগর হাটে বিক্রি করছিল।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টীম তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। সেই সাথে পচা মাংস মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close