ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এমপির ভাতিজাসহ আসামি ১৬
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১:৪৫ পিএম  (ভিজিট : ৪৮২)
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আসামি আটকের ঘটনায় ডিবি পুলিশের ওপর হামলা, মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার (৯ জুন) রাতে উপজেলার চরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনায় দৌলতপুর থানায় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদের দুই ভাতিজাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১০ জুন) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আলহাজ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

জানা গেছে, গত রোববার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ জুয়েল রানা নামে একজনকে আটক করে। পরে উদ্ধারকৃত মাদক ও আসামিকে ছাড়িয়ে নিতে মাদক চক্রের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। 

মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতাররা হলেন- উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের আব্দুল লতিফ দফাদারের ছেলে জুয়েল রানা (২১), হোগলবাড়িয়া ইউনিয়ন চকদিয়াড় এলাকার ছামিউল লস্করের ছেলে রনি ইসলাম (২২) ও তার ছোট ভাই মান্না লস্কর (২০), একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শাহরিয়ার মাহমুদ রাজিব (৪০)। 

মামলায় পলাতক আসামিরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদের ভাই উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকার মৃত রবিউল চৌধুরীর ছেলে তুষন চৌধুরী (৩২) ও মিন্টু চৌধুরীর ছেলে আরজু চৌধুরী (২৫), তুপার মন্ডলের ছেলে রানিম (২৭) ও নাঈম (৩৫), চকদিয়াড় গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে হাসানুল মন্ডল (৪৭), সাজ্জাদ হোসেনের ছেলে মেহেদী (২৫), হামিদুল ইসলামের ছেলে আশিক (৩০), আল্লাদর্গা এলাকার শিপন ইসলামের ছেলে শাফিন (২৮), তুষার ইসলামের ছেলে তানিম (২৫), জালাল উদ্দিনের ছেলে আলী রাজ (৩৭), জ্যোতি ইসলামের ছেলে টনি (৩৫), জয়ভোগা বেলপাড়া রবিউল ইসলাম রবির ছেলে পনম (২৮)। 

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদের মোবাইলে একাধিকবার কল করলেও তারা ধরেননি।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। দুই মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, দৌলতপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, আমাদের তিনজন পুলিশ সদস্য আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদকবিরোধী অভিযান   পুলিশের ওপর হামলা   দৌলতপুর-কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close