ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দৌলতপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১:২৪ পিএম  (ভিজিট : ৩৪০)
কুষ্টিয়ার দৌলতপুর চিলমারী বাংলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চিলমারী বাংলাবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এবং ৪৭ ব্যাটালিয়নের উপ-পরিচালক (এডি) মোহা. জাকিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চিলমারির চর বাংলাবাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত থেকে আনা ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। তবে এ সময় কোন দোকানের মালিককে জরিমানা বা আটক হয়নি শুধু তাদের প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মালামাল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দৌলতপুর সীমান্ত   অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close