ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে জমিসহ ১২৮ পরিবার পেল আপন ঘর
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০:১৮ পিএম  (ভিজিট : ৪৮৮)
সারাদেশের মত নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। পঞ্চম পর্যায়ে সারাদেশে ১৮ হাজার ৬৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপের ১২৮টি ভূমিহীন ও গৃহহীনকে ঘরের চাবি হস্তান্তর করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার সময়ে নাইক্ষংছড়ি অফিসার্স ক্লাবের হল রুমে ১২৮টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য আবু ত্হের কোম্পানি, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, এনএসআই'র উপ-পরিচালক আবুল হোসেন, নাইক্ষংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মং মার্মা, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মো. ইউনুছ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, জমি ও গৃহপ্রাপ্ত উপকারভোগী প্রমুখ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া অতিথিদের সাথে নিয়ে ১২৮টি পরিবারের কর্তাকে গৃহের চাবি তুলে দেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার   নাইক্ষ‍্যংছড়ি-বান্দরবান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close