ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্ধান, চলছে অভিযান
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:৩২ পিএম  (ভিজিট : ৪৩৪)
নেত্রকোণা সদর থানাধীন কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি জঙ্গি আস্তানা ও জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত থেকে অদ্যাবধি জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। 

শনিবার (৮ জুন) সকাল থেকে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এছাড়াও প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, গুলি, বই, হেন্ডকাপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিসারীতে জঙ্গি আস্তানা ঘিরে ফেলে। যার চতুর্দিকে সিসি ক্যামেরা বসানো রয়েছে। শুক্রবার রাত থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর অভিযান চালিয়ে আজ (শনিবার) বিকেলে পিস্তল, গুলি, বই, হেন্ডকাপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযান চলছে। ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জামাদি থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। ময়মনসিংহ থেকে এন্টিটেররিজম ইউনিটের লোকজন কাজ করছে। 

সময়ের আলো/আরআই 


আরও সংবাদ   বিষয়:  জঙ্গি আস্তানার সন্ধান   নেত্রকোনা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close