ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাটোরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ১২:১৯ পিএম  (ভিজিট : ৩১৬)
নাটোরে আজ থেকে সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে নাটোর রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূঞা’র সভাপতিত্বে উদ্বোধনী ভূমি সপ্তাহে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রেভিনিউ ডেপুটে কালেক্টর (রাজস্ব শাখা) শামিমা আক্তার জাহান।

অনুষ্ঠান থেকে ৩৯ জন ব্যক্তির মাঝে ভ’মি অধিগ্রহণের ক্ষতিপূরণ কোটি  ৫৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও পাঁচজন ব্যক্তিকে জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে অর্পিত সম্পত্তির লীজমানির ডিসিআর হস্তান্তর করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বলেন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আগে খাজনা খারিজ করতে হলে সাধারণ জনগণের অনেক ভোগান্তিতে পড়তে হতো। কিন্তু এখন আর তাদের কোন ভোগান্তিতে পড়তে হয়না। স্মার্ট সেবার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে খুব সহজে খাজনা খারিজ করা যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close