ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

টাকা লেনদেন তর্কে কিশোরকে কুপিয়ে হত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:৪৯ পিএম  (ভিজিট : ৪৩৪)
লালমনিরহাটের আদিতমারীর একটি ডোবা থেকে ফাহিম ফরহাদ (১৬) নামে এক কিশোরের গলাকাটা বস্তায় ভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মধু রায় (১৭) নামে একজনকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

গত মঙ্গলবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে। আজ (বৃহস্পতিবার) বিকেলে জেলা পুলিশ সুপার গ্রেফতার আসামিকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ফাহিম ফরহাদ আরাজি দেওডোবা এলাকার শাজাহান মিয়ার ছেলে। ও একই এলাকার ওসমান গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মধু রায় রুহানীনগর এলাকার সুবাষ রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুরাতন মোটরসাইকেল ক্রয় নিয়ে মধু রায় ও ফরহাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এরই সূত্র ধরে তারা একে অপরের সাথে ঘোরাফেরা ও নেশা সেবন শুরু করে। গত মঙ্গলবার বিকেলে ফাহিম ও মধু রায় একই সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে রাতে মধু রায়কে বাড়িতে নামিয়ে দিতে গেলে বাড়ির পাশে নির্জন জায়গায় গিয়ে আবারও নেশা সেবন করে। এক পর্যায়ে মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে দেশীয় অস্ত্র দা দিয়ে তাকে কাঁধে উপর্যুপরি কোপ মারে। পরে সেখানেই মৃত্যু হলে বস্তায় লাশ ভরিয়ে ধান ক্ষেত দিয়ে টেনে নিয়ে পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরদিন তার খোঁজ না পেয়ে পরিবার থানায় জিডি করলে পুলিশ তদন্তের এক পর্যায়ে মধুকে গ্রেফতার করে। 

পরে তার দেয়া স্বীকারোক্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে পুলিশ মরদেহ ও মধুর বাড়ির ধানের ডোল থেলে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে। পরে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার আসামিকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে। তবে একপর্যায়ে লাশ উদ্ধার করা হলে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের জিডির অনুসন্ধানে প্রথমে নিখোঁজের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে আটক মধুর দেয়া তথ্যমতে ফরহাদের বস্তাবন্দী মরদেহ তার বাড়ির পাশে নালা থেকে উদ্ধার করা হয়েছে।  ফরহাদকে নেশাগ্রস্ত অবস্থায় গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেয়া কথা স্বীকার করেছে গ্রেফতার মধু চন্দ্র। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরকে কুপিয়ে হত্যা   লালমনিরহাট   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close