ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে মোহাম্মদ ফাহিম চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১:১৯ এএম আপডেট: ০৬.০৬.২০২৪ ১:৪৫ এএম  (ভিজিট : ৫৯৩)
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর ছোট ভাই তাজওয়ার মোঃ ফাহিম (নাইন্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা নিজামুল ইসলাম (শিশির)।

বুধবার (৫ জুন) রাতে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাফিদ মোস্তফা এই ফল ঘোষণা করেন।

তিনি জানান, ঘোড়া প্রতীকে তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯'শ ৩১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মোঃ নিজামুল ইসলাম (শিশির) পেয়েছেন ১৫ হাজার ১৫৫ ভোট।

এছাড়া আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পেয়েছেন ৩৭১ ভোট।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথা মতে, ১ লাখ ১৪ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৬৭ হাজার ১১০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট কেন্দ্র ৭৩ টি। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৩৪:৫৮ শতাংশ ভোট প্রদান করেছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) চশমা প্রতীক নিয়ে মোঃ আইনুল হক চৌধুরী ২৬ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে মোঃ আফতাবুজ্জামান ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৪১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মোছাঃ শাবানা খাতুন ২৩ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ২৫৪।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close