ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে ইসলামি ব্যাংকের লকার কাণ্ড
স্বর্ণ গায়েবের অভিযোগ করা সেই গ্রাহকের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১১:১৭ পিএম  (ভিজিট : ৩৩৬)
এবার ১৫০ ভরি স্বর্ণ হারানো গ্রাহকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম চকবাজার শাখার লকার ইনচার্জ।

বুধবার (৫ জুন) তিনি নগরীর চকবাজার থানার ওসির কাছে স্বর্ণ হারানো গ্রাহক রোকেয়া আক্তার বারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।অভিযোগপত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন।

লকার ইনচার্জ মোহাম্মদ ইউনুছ লিখিত অভিযোগে বলেন, ব্যাংক শাখার লকারের চাবি গ্রাহক রোকেয়া আক্তার বারীর কাছেই ছিল। ২৯ মে তিনি লকার খুলে তার ১৫০ ভরি স্বর্ণ না পাওয়ার কথা জানান। পরে তিনি মৌখিকভাবে আমাদের জানান তার ১৫০ ভরি স্বর্ণ লকারে নেই। এরপর তিনি বিষয়টি চকবাজার থানায় জানালে থানা থেকে পুলিশ এসে সরেজমিন দেখে যায়। প্রকৃতপক্ষে লকার সঠিকভাবে ব্যবহারের দায় গ্রাহকের। স্বর্ণ না পাওয়ার ব্যাপারে ব্যাংকে গ্রাহক কোন লিখিত অভিযোগ দেননি। তিনি বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এতে ব্যাংকের সুনাম ক্ষুন্ন হওয়ায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া
হোক।

এ ব্যাপারে চকবাজার থানার ওসি (তদন্ত) তৌহিদ কবির বুধবার রাতে সময়ের আলোকে বলেন, লকার ইনচার্জ লিখিত অভিযোগ দিয়েছেন থানায়। গ্রাহক স্বর্ণ হারানোর মিথ্যা অভিযোগ করে ব্যাংকের সুনাম ক্ষুন্ন করছেন বলে অভিযোগে জানানো হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মে রোকেয়া আক্তার বারী চকবাজার শাখায় গিয়ে তার লকার খোলা দেখতে পান। তার সেই লকার থেকে ১৫০ ভরি স্বর্ণ না পাওয়ার তথ্যও জানিয়েছেন। ইতিমধ্যে তিনি চকবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চকবাজার থানা থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পাঠানো হয়েছে। এরই মধ্যে ব্যাংকের পক্ষ
থেকে উল্টো ব্যবস্থা নেয়ার জন্য থানায় আবেদন জানানো হলো।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close