ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে ৪০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে চেয়ারম্যান প্রার্থী
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৬:১৯ পিএম  (ভিজিট : ১২৯০)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল ও জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোড়া মার্কা প্রতীকের প্রতিদ্বদ্ধী প্রার্থী মো. হেলাল উদ্দিন। তিনি বুধবার দুপুর ২টায় তার শহরের পুনিয়াউটস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার পৌর আদর্শ কেন্দ্র, নাটাই, ভাটপাড়া, সহ অন্তত ৪০টি কেন্দ্রে তার এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেয় প্রতিপক্ষ। 

এই ঘটনায় তিনি রিটানিং কর্মকর্তা ও  প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগে দিলেও তা তারা গ্রহণ করেনি। তিনি এই ৪০টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রেখে পুনরায় নির্বাচন দাবি করেন। 

এদিকে কাজী পাড়া পৌর আদর্শ কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close