ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের ফাঁসি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০:২৮ পিএম  (ভিজিট : ৩১০)
বগুড়ার সারিয়াকান্দিতে স্বামী আশিক মিয়াকে হত্যার দায়ে স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন ও তার প্রেমিকসহ ৩ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে স্ত্রী মিনা বেগকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিনা বেগমের প্রেমিক শিবলু, তার বন্ধু শান্ত মিয়া ও নাঈম। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে ছিলেন। পরে তাদের বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়। 

মামলার বিবরণে জানা যায়, আসামি শিবলুর সাথে অটোরিকশা চালক আশিক মিয়ার স্ত্রী মিনা বেগমের অনৈতিক সম্পর্ক ছিল। ২০২০ সালের অক্টোবর মাসে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা নিহত আশিককে ডেকে নিয়ে শ্বাসরোধ এবং গোপণাঙ্গে আঘাত করে হত্যার পর এসিড দিয়ে মুখ পুড়িয়ে বাঙ্গালী নদীতে লাশ ফেলে দেয়া হয়। এরপর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। 

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  স্বামী হত্যা   স্ত্রীর যাবজ্জীবন-ফাঁসি   বগুড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close