ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:২৩ পিএম  (ভিজিট : ৪৪৬)
উত্তরবঙ্গের সাথে সকল রুটের ট্রেন চলাচল আপাতত: বন্ধ রয়েছে। চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে ঢাকা, খুলনা, রাজশাহীর সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন ও আত্রাই স্টেশনের মাঝে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির স্প্রিং শকআপ ভেঙ্গে যায়।

এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সমস্যা জনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার জংশন স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগের একাধিক কর্মচারী বলেন, ট্রেনের বগির নিচে থাকা ‘স্প্রিং শকআপ’ ভেঙ্গে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি ছাড়া হয়েছে। এই বগি উদ্ধারের কাজ চলছে।

বিষয়টি জানার জন্য সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close