ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করায় প্রার্থীকে জরিমানা
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ১০:৩৯ পিএম  (ভিজিট : ২৭৬)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিয়মের নির্দিষ্ট সংখ্যার বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২ জুন) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক) নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে আকরাম হোসেনকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১২(১) বিধি লঙ্ঘনে ৩২(১) বিধিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও তার পক্ষের ব্যক্তিদের অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  উপজেলা নির্বাচন   প্রার্থীকে জরিমানা   ব্রাহ্মণবাড়িয়া   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close