প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৯:৫৯ পিএম (ভিজিট : ৫৭২)
মসজিদের ইমামদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাদার।
রোববার (২ জুন) বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের সাথে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ধর্ম সচিব বলেন, গণশিক্ষা কার্যক্রম ও কোরআন শিক্ষার মধ্যে কোরআন শিক্ষায় আমরা বেশি আসবো। বাংলাদেশের মানুষের নৈতিক চরিত্র গঠনে ধর্মের কোনো বিকল্প নাই। এসময় সবাইকে অসাম্প্রদায়িক হওয়ার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বাশিরুল আলম, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদীসহ অনেকেই। আলোচনা সভা শেষে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকরা।
সময়ের আলো/আরআই