ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নতুন করে দাম না বাড়ানোর আহবান ক্যাবের
দুর্নীতি ও অব্যস্থাপনার কারণে বাড়ছে ওয়াসার পানির দাম
ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনায্য, অযৌক্তিক
প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৯:২৯ পিএম  (ভিজিট : ৩৬০)
দুর্নীতি, অপচয় ও অব্যস্থাপনার কারণেই বাড়ছে ওয়াসার পানির দাম। এসব রোধ করা গেলে পানির মূল্য বৃদ্ধি করা লাগতো না ঢাকা ওয়াসার। তাই নতুন করে পানির দাম না বাড়িয়েছে দুর্নীত ঠেকানোর আহবান জানানো হয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর পক্ষ থেকে।

রোববার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের পক্ষ থেকে এ অহবান জানানো হয়। 

জানা গেছে, আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে ঢাকা ওয়াসা। নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী-আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা, যার দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে ৪২ টাকা। পানির মূল্য প্রায় ১০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

ক্যাবের পক্ষ থেকে বলা হয়- দ্রব্যমূল্যের উর্ধগতি, উর্ধমুখি মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিকভাবে দারুণ চাপে ফেলেছে। মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। একই কায়দায় ঢাকা ওয়াসাও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেয়া হবে। সেবার পরিবর্তে বাণিজ্যিক ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চালিয়ে, সরকারের কাছ থেকে একদিকে ভর্তুকি নিয়ে অন্যদিকে কোম্পানির মুনাফা দেখিয়ে ঢাকা ওয়াসা যে লুন্ঠনমূলক ব্যয় ও লুন্ঠনমূলক মুনাফার প্রক্রিয়া তৈরি করেছে তা যেমন অগ্রণযোগ্য তেমনই জনস্বার্থের পরিপন্থি।

ক্যাব জানায়, ইতোপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়েরকৃত এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে। বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অনায্য ও অযৌক্তিক। ক্যাব ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবং দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছে। 

অতিরিক্ত গরমের তাপে, দ্রব্যমূল্যের উর্ধগতির চাপে দিশেহারা জনগণকে পানির মূল্য বাড়িয়ে জীবনকে বিপর্যস্ত না করার জন্য ঢাকা ওয়াসা পানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে, জনস্বার্থে তাদের শুভবুদ্ধির উদয় হবে ক্যাব সেটাই দেখতে চায় ক্যাব।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close