ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দুপুরের মধ্যে টিকাদান কেন্দ্র বন্ধ, অভিভাবকরা উদ্বিগ্ন
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৮:২৯ পিএম  (ভিজিট : ৪৫০)
লালমনিরহাটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার পূর্বে উল্লেখযোগ্য প্রচার না করায় অনেক পরিবার তাদের সন্তানদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে পারেনি। এছাড়া সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও দুপুরের মধ্যে সদরের অধিকাংশ ক্যাপসুল খাওয়ানোর কেন্দ্র বন্ধ দেখা যায়।

শনিবার (১ জুন) শহরের অস্থায়ী টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায় অধিকাংশ টিকাদান কেন্দ্র খালি ও কিছু কিছু কেন্দ্র বন্ধ পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর চিনিপাড়া কমিউনিটি ক্লিনিকে দুপুর তিনটায় গিয়ে দেখা যায় ওই ক্লিনিকের দরজায় তালা ঝুলানো।

ওই এলাকার মিনা বেগম জানান, আমার সন্তানকে টিকা দিতে এসেছি। এসে দেখি কমিউনিটি ক্লিনিক বন্ধ। এখন কিভাবে আমার ছেলেকে ক্যাপসুল খাওয়াবো।

এ বিষয়ে চিনিপাড়া কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বপ্রাপ্ত সিএইচসিপিকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, বিকেল চারটা পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু কেনো তারা আগেই বন্ধ করেছে সেটা বুঝতে পারিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভিটামিন-এ ক্যাপসুল   লালমনিরহাট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close