ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাগুরায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৩:৩১ পিএম  (ভিজিট : ৩৪২)
মাগুরায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

শনিবার (১ জুন) সকালে মাগুরা পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশের হোসাইন,  জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবিরসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এবার জেলায় লক্ষাধিক শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির জানান, এ ক্যাম্পেইনে জেলার ১টি পৌরসভার ৩৬ টি ইউনিয়নে ৯৪০টি কেন্দ্রে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকসহ মোট ২২৭১ জন করছে। এবার জেলার ১লাখ ১৯ হাজার ৫৯৩ জন শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close