প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১১:২৬ পিএম (ভিজিট : ৩৩৬)
ঘূর্ণিঝড় রিমালের আগে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে এখনও বাড়ি ফেরেননি সাতক্ষীরার শ্যমনগরের তিন জেলে। শুক্রবার (৩১ মে) নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি জানান। ঝড়ের কবলে পড়ে কিছু হলো কিনা সেটি নিয়ে বেশ উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা।
নিখোঁজ জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার মো. হজরত আলীর ছেলে মো. হায়দার আলী (৩১), বাবুর আলীর ছেলে মো. সাইদুর রহমান (৪৩) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।
নিখোঁজ পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে দুটি নৌকায় ৬ জন জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। বনে যাওয়ার দিন শনিবার (২৫ মে) মোবাইল ফোনে তাদের সঙ্গে সর্বশেষ হয়। ঘূর্ণিঝড় রিমালের পর তাদের সাথে আর যোগাযোগ করতে পারেনি। নিখোঁজ জেলেরা কোথায় আছেন, কী অবস্থায় আছেন? এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
তবে একই সময়ে যাওয়া অন্য নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের। তাদের উদ্ধৃতি দিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, সঙ্গে যাওয়া আরেকটি নৌকার তিন জেলে তাদের খোঁজ করছেন।
অন্য নৌকার জেলে আবু সালেহ জানিয়েয়েন, শনিবার (২৫ মে) কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে দুটি নৌকায় ছয় জন ওই দিনই সুন্দরবনের মিশিনখালী এলাকায় গিয়ে তারা দুটি নৌকা দুই দিকে ভাগ হয়ে মাছ ধরতে যান। এরপর রোববার থেকে ওই তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়েছে বলে জানান তিনি।
আবু সালেহ আরও জানান, তাদের নিখোঁজের খবর সুন্দরবনের কোবাদক স্টেশনে জানানো হয়েছে। আজ আমরা খুলনার নলিয়ান স্টেশন অফিসে যাচ্ছি।
এদিকে কোবাদক স্টেশনের স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান জানান, সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমরা যাচাই-বাছাই করছি তথ্য পেলে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ।
এদিকে সুন্দরবনের কৈখালি এলাকার আট জেলে ঝড়ের কবলে পড়ে আট জন ভারতে গিয়ে আটকে পড়েছে বলে জানা গেছে। তবে সাতক্ষীরা রেজ্ঞের এসিএফ জনান, ওই জেলেরা বন বিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়নি।
সময়ের আলো/জিকে