ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ পান চাষি পেল আর্থিক সহায়তা
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১২:৫০ পিএম  (ভিজিট : ৩৯৮)
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষিদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা প্রশাসনের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষিদের মাঝে ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

এর মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা, ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা—মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।  

বিশেষ অতিথির বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসীন আলম মুরাদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। এসময় অন্যান্যের মধ্যে, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল বিজেএম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রুবেল মাহমুদ রতন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিনসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষি সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষি   আর্থিক সহায়তা   কুষ্টিয়া-ভেড়ামারা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close