ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মায়ের সামনেই ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:৩৫ পিএম  (ভিজিট : ৮৫২)
রাজশাহীর পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া এলাকায় ৪ বছর বয়সী এক শিশু মোটর চালিত ভ্যান গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সাথে ওই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম জামিলা খাতুন (৪)। সে উপজেলার নকুলবাড়িয়া এলাকার বগুড়া পাড়া গ্রামের দিনমজুর জুয়েল রানার বড় মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত জামিলা সে তার মায়ের সাথে বাড়ির পাশে রাস্তার ধারেই খেলা করছিল। রাস্তার অপর পাশ থেকে আরেকটি শিশু জামিলাকে ডাক দিলে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরযান চালিত একটি ভ্যান গাড়ি এসে ধাক্কা দেয় জামিলাকে। সেখান থেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে সময় ভ্যানচালক ভ্যান গাড়ি নিয়ে পালিয়ে যায়।

নিহত জামিলার মা বর্ষা বলে, আমার মেয়ের কাছ থেকে আমি প্রায় ১০ হাত দূরে দাঁড়িয়ে ছিলাম। এর মাঝে রাস্তার এপাশ থেকে ওপাশে পার হবার সময় আমার মেয়েকে একটি ভ্যান গাড়ি এসে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার বলে আমার মেয়ে মারা গেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, বাড়ির সাথে রাস্তার পাশে মায়ের সাথে নিহত বাচ্চা খেলা করছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড় দিলে পেছন থেকে আসা একটি ভ্যান গাড়ির সাথে ধাক্কা লাগে এতেই তার মৃত্যু হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভ্যানের ধাক্কায় মৃত্যু   পুঠিয়া-রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close