ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

রিমালে মিজোরামে ২৩ প্রাণহানি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ২:০৫ এএম  (ভিজিট : ৪৯০)
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে একটি পাথর খনি ধসে ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়েছেন আরও ৭ জন। বাকি ৮ জন্য প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। 

কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপকূলে আঘাত হানার পর শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া কারণে খনিতে আটকা পড়াদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। খনিটি উত্তর-পূর্ব মিজোরামের রাজধানী আইজলে অবস্থিত। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তাদের একজন রয়টার্সকে বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে খনিটিতে ধস নামে।

মিজোরামের অন্য একটি এলাকায় ভূমিধসে ৭ জনের মৃত্যু হয়েছে। কাছাকাছি আসামে একটি গাছ পড়ে মারা গেছেন আরও একজন। অঞ্চলগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close