ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আজ থেকে ফের বাড়বে সারা দেশের তাপমাত্রা
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১:২৩ এএম  (ভিজিট : ৩২২)
রিমাল এখন সিলেট  ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। এখন তা আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হতে হতে বৃষ্টি ঝরাবে। দুর্বল হয়ে পড়বে আজ কিংবা কাল। পরিণত হবে স্থলচাপে। তবে রিমালের প্রভাব কিছু না কিছু থেকেই যাচ্ছে। যার প্রভাবে উপকূল এলাকায় ঝড়ো বাতাস বইবে। যে কারণে এখনও কোনো অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। 

এদিকে  গত কয়েক দিন ঢাকার আকাশে মেঘের ঘনঘটা থাকলেও, গতকাল আকাশ বেশ কিছুটা পরিষ্কার হয়ে সূর্যের আলো ছড়িয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা বাড়তে থাকবে। এই বৃদ্ধি কয়েক দিন থাকতে পারে। তবে দেশের বেশ কিছু অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি বৃষ্টিও হতে পারে। তাই বলে তাপমাত্রা তেমন একটা কমবে না। দিনে ও রাতে একই তাপমাত্রা বিরাজ করবে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে বেশ গরম অনুভূত হতে পারে। তবে গ্রীষ্মকালীন জ্যৈষ্ঠ মাসের গরম বেশ কয়েক দিন থাকবে যা অনেকের জন্য অস্বস্তি বয়ে আনতে পারে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close