ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড়ে পুঠিয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৮:২৬ পিএম  (ভিজিট : ৩৯৮)
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে বাদ পড়েনি আম, লিচু, ভুট্টা, কলা, ধান ছাড়াও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে কাঁচা বাড়ি-ঘরের ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ মে) কৃষি অফিস সূত্রে জানা যায়, সোমবারের (২৭ মে) ঝড়ে ভুট্টা পাঁচ হেক্টর, কলা দুই হেক্টর ও ধান শৃন্য দশমিক এক হেক্টর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে মূল ক্ষয়ক্ষদের পরিমাণ জানা যাবে চার থেকে পাঁচ দিন পরে।

সোমবার ভোর থেকে মাঝারি দমকা হওয়ার সাথে ব্যাপক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি প্রায় রাত দশটা পর্যন্ত চলে। বৃষ্টিতে কোন প্রকার ক্ষতি না হলেও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে চলতি বছর আম ও লিচু বাগানগুলোতে অনেক কম পরিমাণে মুকুল দেখা দেয়। তবে বৃষ্টিপাত না হওয়ায় বেশীরভাগ কুড়ি ঝড়ে যাচ্ছে। এদিকে চলতি মৌসুমে ঝড়ের কারণে বিভিন্ন ফল ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

পুঠিয়া সদর এলাকার আম চাষি রফিকুল ইসলাম বলেন, বিগত বছরের তুলনায় এ বছরে আম বাগানে অনেক কম থাকায় আমরা বেশিরভাগ আম চাষিরা ক্ষতির মুখে পড়েছি। তারপরও যে পরিমাণ আম ছিল বেশিভাগ গতকালের ঝড়ে পড়ে গেছে। এ বছরে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব বলে মনে করি।

কলা চাষি আলতাফ হোসেন বলেন, গতকালের ঝড়ে আমার কলাবাগানে বেশিরভাগ কলা সহ গাছগুলো ভেঙে পড়ে গেছে। এই ঝড়ের কারণে অনেক টাকা ক্ষতির হয়ে গেছে আমার।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, আম লিচু কলার পাশাপাশি ভুট্টা ও ধানের সহ সকল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আজ (২৮ মে) সকাল থেকেই আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছেন এবং এই ক্ষতি থেকে কিভাবে উঠে আসা যায় সেই জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close