ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

১৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন কালিয়াকৈর, পানির তীব্র সংকট
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৬:৪৯ পিএম  (ভিজিট : ৪৫৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সব চাইতে ভোগান্তিতে পড়েছে আবাসিক এলাকার মানুষ। বেশি কষ্টের মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিশুসহ নানা বয়সের মানুষ। 

সোমবার (২৭ মে) ভোর রাত থেকে বিদ্যুৎবিহীন উপজেলাবাসী। নিউজ লিখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

জানা গেছে, সারাদেশে প্রবল ঝড়ের কারণে ভোর রাত থেকে বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। সবচাইতে শহরের এলাকার মানুষ দুর্ভোগ পড়েছেন। বিদ্যুতের কারণে মোটার চালাতে না পারাই‌ গৃহস্থালির রান্নার কাজ করতে পারছে না। ফলে শিক্ষার্থীরা অনেকেই স্কুল, কলেজ খাবার না খেয়ে যেতে হয়েছে। আবার অনেক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হতে পারেনি। অনেক পরিবার বিভিন্ন টিউবওয়েলে সকাল থেকে লাইন ধরে পানি নিচ্ছে। এ শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

ভুক্তভোগী কয়েকজন জানান, ভোররাত থেকে বিদ্যুৎ না থাকায় রান্না করা সম্ভব হয়নি। কোনরকম শুকনো খাবার খেয়ে আছি। পানি না থাকায় দূরদূরান্ত থেকে টিউবওয়েল থেকে পানি আনা হচ্ছে। 

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি -১ কালিয়াকৈর জোনাল অফিসের প্রকৌশলী লুৎফর রহমান জানান, অতিরিক্ত বাতাসের কারণে বিদ্যুৎ লাইন সংযোগ দিলেও তা ঠিকমত সংযোগ থাকে না। তবে বাতাস কমলে হয়তো এ সমস্যা সমাধান হয়ে যাবে।

সময়ের আলো/আরআই




আরও সংবাদ   বিষয়:  ঘূর্ণিঝড় রিমাল   বিদ্যুৎ বিচ্ছিন্ন   কালিয়াকৈর-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close