ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফটিকছড়িতে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত, বিদ্যুৎ বন্ধ
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১:৩৩ পিএম  (ভিজিট : ৫৭৮)
সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার (২৬ মে) মধ্যরাত থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাজুড়ে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতি এতটাই বেশি যে বাইরে খোলা জায়গায় দাঁড়ানোও যাচ্ছে না। বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুস সালাম বলেন, ‘গত রাতে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বেশ কিছু এলাকায় গাছপালা পড়ে তার ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।’

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশ বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মহাবিপৎসংকেত থাকার পরও অনেকেই ঝুঁজি নিয়ে বাইরে ঘোরাফেরা করছেন। তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হলেও অনেকেই উদাসীন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।’

উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ বলেন, ‘যে কোনো দুর্যোগে তার ইউনিয়নের লোকজন বেশি ক্ষতির সম্মুখীন হন। সকাল থেকে বেশ কয়েকটি এলাকা থেকে ক্ষয়ক্ষতির কথা শুনেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল এলাকার জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উপজেলাজুড়ে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে।’


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close