প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৯:৩৭ পিএম (ভিজিট : ৫০৬)
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই প্রার্থী তৃতীয় ধাপের ২৯ মে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
রোববার (২৬ মে) রাজধানীর নির্বাচন ভবনে এই প্রার্থীদের শুনানি শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, আজকে চেয়ারম্যান প্রার্থীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার চান্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) তিনি উপস্থিত হন। তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
উল্লেখ, গত ১৩ মে চট্টগ্রাম নির্বাচনী কার্যালয়ে চন্দনাইশ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় দলবল নিয়ে হাজির হয়ে নির্বাচনে ১০০ লাশ ফেলে জিতবেন বলে হুমকি দেন আবু আহমেদ চৌধুরী। এছাড়াও নির্বাচনী আচরণ বিধি না মেনে অন্য প্রার্থীর সমর্থকদের উপর হামলা অভিযোগ ওঠে। এ বিষয় নিয়ে পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা।
এ ব্যাপারে আবু আহমেদ চৌধুরী বলেন, আমি হাইকোর্টে আপিল করব। আশা করছি হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাব।
সময়ের আলো/আরআই