ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৮:৫৬ পিএম  (ভিজিট : ৪৩২)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সকাল ৭টায় তিনি মারা যান। মৃত জীবন মিয়া নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার ভাড়াটিয়া বাছির মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক জীবন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটো নিয়ে কাজের সন্ধানে বের হন। কিন্তু গত শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় গ্যারেজ থেকে ভাড়াবাড়িতে গাড়ি নিয়ে এসে বিদ্যুতের ক্যাবল টেনে নিজেই গাড়িতে চার্জ দিচ্ছিলেন। এ সময় জীবন তার মাকে বিদ্যুতের লাইন অফ করতে বলে কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই বাড়ির ভাড়াটিয়া রিনা বেগম জানান, জীবন অত্যন্ত ভালো ছেলে ছিলেন। তিন ভাই বোনের মধ্যে জীবন ছিল সবার ছোট। তার বাবা বাছির মিয়া ফেরি করে ফুচকা বিক্রি করেন। প্রতিবন্ধী বড় ভাই আল আমিন ভিক্ষাবৃত্তি করেন এবং প্রতিবন্ধী মেজো বোন ও তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একই ভাড়াবাড়িতে বসবাস করতেন। সকাল বেলায় উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর প্রচারণা (মাইকিং) কাজে গাড়ি নিয়ে বের হওয়ার পূর্বে বাড়িতে চার্জ দিতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জীবন মিয়ার মরদেহ তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে নিয়ে গেছেন। সেখানেই তাকে দাফন করা হবে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close