প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৮:৩৯ পিএম (ভিজিট : ৪৩০)
চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন শাখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে তাবাসুম (৬) এবং রাজুর মেয়ে রিতু খাতুন (৫)। নিহত দুই শিশু আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শাখারিয়া গ্রামের নিজামুদ্দিনের খননকৃত নতুন পুকুরের পানিতে গোসল করতে যায় দুই শিশু। এরপর থেকে তাদের দুই জনের আর কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় কিছু লোকজন পুকুরে নেমে তাদের দুই বোনের মৃতদেহ উদ্ধার করে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, শাখারিয়া গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জিকে