ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০:৪৭ পিএম  (ভিজিট : ৩৫০)
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

পা বিচ্ছিন্ন হওয়া যুবক সোনা মিয়া (২০) তুমব্রুর ফকিরা ঘোনার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তাহের (২৮) নামের আরো এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।সে হাসপাতাল পাড়ার মৃত আবুল হোছনের ছেলে।

ঘুমধুম ইউপি'র ১নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম বলেন, দুইজন যুবক মাইন বিস্ফোরণে আহত হয়েছে শুনেছি। তবে কখন গেছে, কেন গেছে? জানিনা।

স্থানীয় ইউপি'র চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ  হাসপাতালে নিয়ে গেলে সোনা মিয়ার অবস্থার অবনতি হওয়াতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। অপর আহত তাহের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আহতরা সীমান্তের চিহ্নিত চোরাকারবারি। চোরাই পণ্য সামগ্রী মিয়ানমারে পাচার এবং ওপার থেকে নিষিদ্ধ চোরাই সামগ্রী আনতে গিয়ে এমন ঘটনার কবলে পড়েন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুইজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে স্থানীয়রা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close