ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চারঘাট শুটারগান ও মাদকসহ অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯:৫৬ পিএম  (ভিজিট : ৬৩০)
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, ফেন্সিডিলসহ একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

 বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলার রাওথা ঘোষপাড়া নামক এলকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব। ওই সময় অভিযুক্ত রফিকুল ইসলাম (৪২) কে ওয়ান শুটারগান ও মাদকসহ আটক করে। আটককৃত ব্যক্তি মৃত মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ধৃত আসামি একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশা চালক। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া আসামি নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত।

র‌্যাবের গোয়েন্দা দল ধৃত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে। যার সূত্রে ধরে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অভিযুক্তকে দেহ তল্লাশী করে ২টি ওয়ান শুটারগান উদ্ধার করে। এই ঘটনায় চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close