ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লালপুরে জেলার নেতার ভরাডুবি, উপজেলার নেতা বিজয়ী
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১১:৩৯ এএম  (ভিজিট : ৬১০)
নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যানকে ডুবিয়ে বিজয়ী হয়েছেন তরুণ নেতা সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দীনের পুত্র ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।

ঘোষিত ফল অনুযায়ী শামীম আহমেদ সাগর কাপ-পিরিচ প্রতীকে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীকে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হন, বিএনপির (বহিষ্কৃত) নেতা আরিফুর রহমান কৈ মাছ প্রতীকে ২০ হাজার ৬২০ ভোট পেয়ে তৃতীয় হন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৪৯ ভোট, হাশেম আলী ডিলার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৩২ ভোট।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আখতার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) তৌহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল প্রতীকে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি উড়োজাহাজ প্রতীকে পেয়েছে ২৯ হাজার ১৩২ ভোট, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছা: মাহফুজা খাতুন বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৭৫ ভোট।

লালপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৪৪ জন, মোট ৮৪ টি কেন্দ্রে বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ভোট পড়েছে ৪৩ দশমিক ২১ শতাংশ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close